মেহেদী হাসান জেলার বীরগঞ্জ উপজেলার নখাপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে ও উপশহরের মহাজনপাড়া হাফিজিয়া কারিয়ানা মাদ্রাসার হাফিজ শাখার ছাত্র।
রোববার (১২ নভেম্বর) রাতে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
দিনাজপুর কোতোয়ালী থানার উপ পরিদর্শক (এসআই) মো. সিদ্দিক বাংলানিউজকে জানান, সকালে অতিরিক্ত বমি হওয়ায় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে মেহেদী। পরে মাদ্রাসা কর্তৃপক্ষ তাকে স্থানীয় এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডে ভর্তি করেন। রাতে সেখানে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিকভাবে পুলিশকে ধারণা দিয়েছেন মেহেদী বিষ জাতীয় অথবা খাদ্যে বিষক্রিয়ার কারণে অসুস্থ হয়ে মারা গেছেন।
ময়নাতদন্তের জন্য মরদেহ এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান এসআই মো. সিদ্দিক।
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
ওএইচ/