ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চাঁদপুর-শরীয়তপুরে ফেরি চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
চাঁদপুর-শরীয়তপুরে ফেরি চলাচল বন্ধ

চাঁদপুর: চাঁদপুর-শরীয়তপুর ফেরি নৌ-চ্যানেলে খনন কাজ চলমান থাকায় ফেরি চলাচল বন্ধ রেখেছে বিআইডাব্লিউটিসি চাঁদপুর।

রোববার (১২ নভেম্বর) বিকেল ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ করা হয়। সোমবার (১৩ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত বন্ধ থাকবে।

বিআইডাব্লিউটিসি চাঁদপুরের ব্যবস্থাপক (বাণিজ্য) পারভেজ খান বাংলানিউজকে বলেন, চাঁদপুর-শরীয়তপুরের মধ্যে চলাচলকারী ফেরি সার্ভিস নৌ চ্যানেলে নাব্যতা কমে যাওয়ায় দীর্ঘদিন সমস্যায় ছিলো। এ কারণে ওই চ্যানেল প্রায় ১ বছর ধরে ১টি ড্রেজার দিয়ে খনন কাজ চলছিলো। বর্তমানে নদীর পনি কমে যাওয়ায় ফেরি চলাচলে সমস্যা সৃষ্টি হয়। এ কারণে এখন আবার আরেকটি ড্রেজার আনা হয়েছে। সেটিও এখন কাজ করছে। নৌ-চ্যানেলের শরীয়তপুর অংশে খনন কাজ চলমান থাকায় আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে ফেরি চলাচল বন্ধ রেখেছি। আশা করছি সোমবার ভোর ৬টার মধ্যে ফেরি চলাচল শুরু করতে পারবো। ’

চাঁদপুর বিআইডাব্লিউটিএ’র বন্দর ও পরিবহন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে বলেন, মেঘনা নদীর ফেরি চ্যানেলে যে খনন কাজ করা হচ্ছে। তাতে কোনো যাত্রীবাহী লঞ্চ কিংবা অন্য কোনো নৌ-যান বন্ধ থাকবে না। তবে ওই রুটে কয়েক ঘণ্টার জন্য ফেরি চলাচল বন্ধ রাখার বিষয়টি আমি অবগত আছি।

বাংলাদেশ সময়: ০০৪৬ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।