রোববার (১২ নভেম্বর) বিকেল ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ করা হয়। সোমবার (১৩ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত বন্ধ থাকবে।
বিআইডাব্লিউটিসি চাঁদপুরের ব্যবস্থাপক (বাণিজ্য) পারভেজ খান বাংলানিউজকে বলেন, চাঁদপুর-শরীয়তপুরের মধ্যে চলাচলকারী ফেরি সার্ভিস নৌ চ্যানেলে নাব্যতা কমে যাওয়ায় দীর্ঘদিন সমস্যায় ছিলো। এ কারণে ওই চ্যানেল প্রায় ১ বছর ধরে ১টি ড্রেজার দিয়ে খনন কাজ চলছিলো। বর্তমানে নদীর পনি কমে যাওয়ায় ফেরি চলাচলে সমস্যা সৃষ্টি হয়। এ কারণে এখন আবার আরেকটি ড্রেজার আনা হয়েছে। সেটিও এখন কাজ করছে। নৌ-চ্যানেলের শরীয়তপুর অংশে খনন কাজ চলমান থাকায় আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে ফেরি চলাচল বন্ধ রেখেছি। আশা করছি সোমবার ভোর ৬টার মধ্যে ফেরি চলাচল শুরু করতে পারবো। ’
চাঁদপুর বিআইডাব্লিউটিএ’র বন্দর ও পরিবহন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে বলেন, মেঘনা নদীর ফেরি চ্যানেলে যে খনন কাজ করা হচ্ছে। তাতে কোনো যাত্রীবাহী লঞ্চ কিংবা অন্য কোনো নৌ-যান বন্ধ থাকবে না। তবে ওই রুটে কয়েক ঘণ্টার জন্য ফেরি চলাচল বন্ধ রাখার বিষয়টি আমি অবগত আছি।
বাংলাদেশ সময়: ০০৪৬ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
বিএসকে