ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভয়াল ১২ নভেম্বর, মোমবাতি জ্বালিয়ে নিহতদের স্মরণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
ভয়াল ১২ নভেম্বর, মোমবাতি জ্বালিয়ে নিহতদের স্মরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নোয়াখালী: ভয়াল ১২ নভেম্বর প্রলয়ংকারী ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে নদী তীরে মোমবাতি জ্বালিয়ে উপকূল দিবস পালন করেছে উপকূল বাঁচাও আন্দোলন (উবা)।

রোববার (১২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নোয়াখালীর হাতিয়া উপজেলার তমরদ্দি লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদীর তীরে ব্যতিক্রমী এ উদ্যোগ পালন করা হয়।

১৯৭০ সালের এই দিনে প্রলয়ংকারী ঘূর্ণিঝড়ে দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলের অন্তত ১০ লাখ লোক নিহত হয়।

৪৭ বছর আগের এই দিনটিতে ঝড়-জলোচ্ছ্বাসে লণ্ডভণ্ড হয়ে যায় পুরো উপকূল।

এ ঘটনার স্মৃতিচারণ করে সংগঠনের উপদেষ্টা অধ্যাপক নঈম শামীম খান বলেন, আমি তখন ছোট ছিলাম। গুঁড়ি গুঁড়ি বৃষ্টিসহ টানা বাতাস বইছিল সারাদিন। উপকূলের ওপর দিয়ে সেদিন প্রায় ২০০ কিলোমিটার বেগে বয়ে যায় ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস। রাতভর ঝড়-তুফান গোলায় বসে কাটিয়ে দিলাম। সকালের আলোয় চারদিকে দেখি গাছের সঙ্গে ঝুলছে হাজারো মানুষের মরদেহ।

এসময় আরও উপস্থিত ছিলেন-উবার উপদেষ্টা অধ্যাপক নঈম শামীম খান, হাতিয়া জেলা বাস্তবায়নের আহ্বায়ক অ্যাডভোকেট ফজলে আজিম তুহিন, উবার কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহেদ শফিক প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৫১০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
পিএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।