ডিভিশনাল স্টাফ করেসপনডেন্টসোমবার (১৩ নভেম্বর) ভোরে উপজেলার দামোদরপুর ইউপির তালুক দামোদরপুর কালাপানি নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। বিমল চন্দ্র কালাপানির ঘুতু বর্মণের ছেলে।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান প্রধান বাংলানিউজকে বলেন, অর্চনা রানি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি বিমল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।
গত ২৬ মার্চ বদরগঞ্জে অর্চনা রানী নামে এক গৃহবধূকে বারুনী মেলায় নিয়ে না যাওয়ার নিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে জানানো হয়। তবে স্বজনদের দাবি- ওই গৃহবধূকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার করা হয়েছে।
ওইদিন বদরগঞ্জ থানায় প্রথমে একটি ইউডি মামলা দায়ের করা হয়। ময়নাতদন্ত প্রতিবেদনে দেখা যায় তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পরে ১২ নভেম্বর থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। ওই মামলায় অর্চনার শ্বশুর বিমল চন্দ্রকে পুলিশ গ্রেফতার করে।
বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
জিপি