ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাভার পৌরসভায় পূর্ণদিবস কর্মবিরতি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
সাভার পৌরসভায় পূর্ণদিবস কর্মবিরতি

সাভার(ঢাকা): সাভার পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন, ভাতা, পেনশন সুবিধাসহ সব সরকারি সুবিধা সরকারি কোষাগার থেকে দেওয়ার জন্য পূর্ণদিবস কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন সাভার পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।

সোমবার (১৩ নভেম্বর) বেলা ১১টা থেকে বিকেল পর্যন্ত সাভার পৌরসভা কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশন ব্যানারে তারা এ কর্মসূচি পালন করছেন।

কর্মবিরতি ও অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে বক্তারা অবিলম্বে তাদের বেতন ভাতা রাষ্ট্রীয় কোষাগার থেকে দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

পরবর্তী কর্মসূচি আগামী ৩ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন ও সমাবেশের মাধ্যমে দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

এদিকে সোমবার সাভার পৌরসভায় পূর্ণদিবস কাজ বন্ধ থাকায় পৌরসভায় সেবা নিতে আসা গ্রাহকরা চরম দুর্ভোগে পড়েছেন।

কর্মবিরতি ও অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন সাভার পৌরসভা কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মো. রেজাউল করিম মোল্লা, সাধারণ সম্পাদক তন্দ্রা ইয়াসমিন, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ভুট্টোসহ অন্যরা।
 
বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।