সোমবার (১৩ নভেম্বর) দুপুরে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ড.মইনুল খান বাংলানিউজকে জানান, চট্টগ্রাম থেকে সকাল ১১টায় চট্টগ্রাম থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে (বিজি-০১২২) শাহজালালে অবতরণ করেন যাত্রী মোনায়েম।
তিনি আরও জানান, বিমানের ফ্লাইটটি মাস্কাট থেকে চট্টগ্রাম হয়ে সকালে ঢাকায় আসে। ধারণা করা হচ্ছে আকাশপথে মাস্কাট থেকে আগত কোনো যাত্রীর কাছ থেকে এ স্বর্ণ হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত স্বর্ণের মূল্য ৫৮ লাখ টাকা।
মোনায়েমকে শুল্ক আইনে আটক করা হয়েছে। তাকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হবে বলেও জানান মইনুল খান।
বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
এসজে/ওএইচ/