ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কামারখন্দে ভুয়া সিআইডি কর্মকর্তা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
কামারখন্দে ভুয়া সিআইডি কর্মকর্তা গ্রেফতার কামারখন্দে ভুয়া সিআইডি কর্মকর্তা গ্রেফতার

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) পুলিশ কর্মকর্তার পরিচয় দেওয়ার অভিযোগে সুজাত আলম (১৯) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৩ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার ধলেশ্বর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সুজাত রাজশাহীর বাগমারা উপজেলার সৈয়দপুর গ্রামের শাহজাহান আলীর ছেলে।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবাইদা খান বাংলানিউজকে জানান, সুজাত সিআইডি পুলিশ কর্মকর্তার পরিচয় দিয়ে উপজেলার ধলেশ্বর গ্রামে চাঞ্চল্যকর শিশু নিরব হত্যা মামলার তদন্ত করতে যান। এ সময় নিহত শিশু নিরবের বাবা আব্দুল বারেক তালুকদারের বিষয়টি সন্দেহজনক মনে হয়। ওই যুবক সত্যিই সিআইডি পুলিশ কি না নিশ্চিত হওয়ার জন্য বারেক তালুকদার থানায় ফোন দেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে ভুয়া সিআইডি পুলিশ কর্মকর্তা সনাক্ত করে গ্রেফতার করে।

এ ঘটনায় আব্দুল বারেক তালুকদার বাদী হয়ে কামারখন্দ থানায় একটি মামলা দায়ের করেছেন বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।