সোমবার (১৩ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার ধলেশ্বর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সুজাত রাজশাহীর বাগমারা উপজেলার সৈয়দপুর গ্রামের শাহজাহান আলীর ছেলে।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবাইদা খান বাংলানিউজকে জানান, সুজাত সিআইডি পুলিশ কর্মকর্তার পরিচয় দিয়ে উপজেলার ধলেশ্বর গ্রামে চাঞ্চল্যকর শিশু নিরব হত্যা মামলার তদন্ত করতে যান। এ সময় নিহত শিশু নিরবের বাবা আব্দুল বারেক তালুকদারের বিষয়টি সন্দেহজনক মনে হয়। ওই যুবক সত্যিই সিআইডি পুলিশ কি না নিশ্চিত হওয়ার জন্য বারেক তালুকদার থানায় ফোন দেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে ভুয়া সিআইডি পুলিশ কর্মকর্তা সনাক্ত করে গ্রেফতার করে।
এ ঘটনায় আব্দুল বারেক তালুকদার বাদী হয়ে কামারখন্দ থানায় একটি মামলা দায়ের করেছেন বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
টিএ