ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রীর তহবিলে দুই মন্ত্রণালয়ের ১ দিনের বেতন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৭ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
প্রধানমন্ত্রীর তহবিলে দুই মন্ত্রণালয়ের ১ দিনের বেতন প্রধানমন্ত্রীর হাতে অনুদানের চেক তুলে দিচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমসহ অন্যরা

ঢাকা: প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান হিসেবে একদিনের বেতন দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীগণ।

সোমবার (১৩ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুদানের চেক প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয় বলে সাংবাদিকদের জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন ৭ কোটি ৩২ লাখ ৫১ হাজার টাকার অনুদানের চেক প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

 

খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন ৪১ লাখ টাকার অনুদানের চেক প্রধানমন্ত্রী হাতে তুলে দেন খাদ্য মন্ত্রী কামরুল ইসলাম।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. জাহিদ মালেক।

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
এমইউএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।