সোমবার (১৩ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে তাদের আটক করা হয়। পরে দুপুরে আটকদের ভ্রাম্যমাণ আদালতে নেওয়া হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা কুলসুম মনি প্রত্যেককে ১ বছর করে কারাদণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- পিকআপভ্যান চালক বাচ্চু ও হেলপার মিলন।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনায়ার হোসেন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে ওই এলাকায় অভিযান চালিয়ে একটি পিকআপভ্যান থেকে ১০ মণ জাটকাসহ চালক ও হেলপারকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে নেওয়া হলে প্রত্যেককে এক বছর করে কারাদণ্ডাদেশ দেন বিচারক।
জব্দকৃত জাটকা নগরের বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
এমএস/এসআরএস