ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিজেম’র তিন কোর্সের সনদ বিতরণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৪ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
বিজেম’র তিন কোর্সের সনদ বিতরণ

ঢাকা: টিভি সংবাদ উপস্থাপনা, ডিজিটাল ভিডিও এডিটিং এবং ভিডিও ক্যামেরা পরিচালনা শীর্ষক তিনটি প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব জার্নালিজম অ্যান্ড ইলেক্ট্রনিক মিডিয়া (বিজেম)। 

সোমবার (১৩ নভেম্বর) প্রতিষ্ঠানটির পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

এতে বলা হয়, রোববার (১২ নভেম্বর) ইনস্টিটউটের সম্মেলন কক্ষে বর্ণাঢ্য আয়োজনে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেওয়া হয়।

এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাজাহান।  

বিজেম-এর নির্বাহী পরিচালক মির্জা তারেকুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেএসএম ট্রেডিংয়ের ব্যস্থাপনা পরিচালক জোবায়দুর রহমান মিলন, চ্যানেল আই-এর সিনিয়র সংবাদ উপস্থাপক, কবি ও আবৃত্তিকার ফারজানা করিম এবং বিজেম-এর নির্বাহী পরিচালক শামীমা নার্গিস।  

তাত্ত্বিক ক্লাসে সমৃদ্ধ কোর্স ৩টি পরিচালনা করেন বিভিন্ন টেলিভিশনের খ্যাতনামা সংবাদ উপস্থাপক, উচ্চারণ বিশেষজ্ঞ, ডিডিও এডিটর ও ক্যামেরা পারসনরা।  

এতে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের মোট ৪৪ জন শিক্ষার্থী অংশ নেন বলেও ওই প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।