সোমবার (১৩ নভেম্বর) প্রতিষ্ঠানটির পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, রোববার (১২ নভেম্বর) ইনস্টিটউটের সম্মেলন কক্ষে বর্ণাঢ্য আয়োজনে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেওয়া হয়।
বিজেম-এর নির্বাহী পরিচালক মির্জা তারেকুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেএসএম ট্রেডিংয়ের ব্যস্থাপনা পরিচালক জোবায়দুর রহমান মিলন, চ্যানেল আই-এর সিনিয়র সংবাদ উপস্থাপক, কবি ও আবৃত্তিকার ফারজানা করিম এবং বিজেম-এর নির্বাহী পরিচালক শামীমা নার্গিস।
তাত্ত্বিক ক্লাসে সমৃদ্ধ কোর্স ৩টি পরিচালনা করেন বিভিন্ন টেলিভিশনের খ্যাতনামা সংবাদ উপস্থাপক, উচ্চারণ বিশেষজ্ঞ, ডিডিও এডিটর ও ক্যামেরা পারসনরা।
এতে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের মোট ৪৪ জন শিক্ষার্থী অংশ নেন বলেও ওই প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
এমএ/