সোমবার (১৩ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা এই কর্মসূচি পালন করছেন।
বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন (বিএপিএস) দিনাজপুর পৌরসভা শাখার সভাপতি মো. মজিবর রহমান বাচ্চুর সভাপতিত্বে এ কর্মবিরতি পালন করা হয়।
কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন- দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, পৌরসভার প্যানেল মেয়র ও ক্যাব রংপুর বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক আহামেদুজ্জামান ডাবলু, ৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. জাহাঙ্গীর আলম, ৫নং ওয়ার্ড কাউন্সিলর একেএম মাসুদুল ইসলাম মাসুদ, পৌরসভার সচিব মো. মাহবুবর রহমান, বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ও রংপুর বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক দিনাজপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. হাবিবুর রহমান, কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও দিনাজপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির অবসরপ্রাপ্ত কর্মচারী বিষয়ক সম্পাদক ও জেলা শাখার সভাপতি মো. রইচ উদ্দিন মিয়া, সাধারণ সম্পাদক মো. লাইছুর রহমান চৌধুরী, পৌরসভার সহকারী প্রকৌশলী (পানি) মীর তোফাজ্জল হোসেন, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. শামসুল রানা, দপ্তর সম্পাদক মো. আব্দুল লতিফ, প্রবীণ সংগঠক মো. আমজাদ আলী, অ্যাসোসিয়েশন নেতা মো. ময়েজ উদ্দিন, আব্দুর রাজ্জাক-১, মোহাম্মদ আলী, শরিফ, কামরান চিশতি, আব্দুস সামাদ আজাদ, লিয়াকত আলী, আব্দুর রাজ্জাক-৩, মিজানুর রহমান, মাধবী লতা, প্রমুখ।
বক্তারা বলেন, স্থানীয় সরকার বিভাগের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠান-এলজিইডি, ডিপিএইচই, ওয়াসা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, সমবায় অধিদপ্তরসহ স্থানীয় সরকারের আওতাধীন অন্যান্য সকল প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের সরকারি তহবিল থেকে পেনশনসহ বেতন-ভাতা সুবিধা প্রদান করা হলেও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেলায় তা হয় না। ফলে কর্মকর্তা-কর্মচারীরা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করেন।
সংবিধান অনুযায়ী সরকারের ৫টি নির্বাহী বিভাগের মধ্যে অন্যান্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা পেলেও স্থানীয় সরকারের আওতাধীন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা পায় না। বক্তারা সরকারের এই দ্বৈতনীতি পরিহার করে অবিলম্বে পৌরসভা কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন সুবিধা রাজস্ব তহবিল থেকে দেওয়ার দাবি জানান।
উল্লেখ্য, সারা দেশের ৩২৭টি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা একযোগে পূর্ণদিবস এই কর্মবিরতি পালন করছেন। আগামী ৩ ডিসেম্বর পৌরসভা কর্মকর্তা-কর্মচারী ও পরিবারবর্গের সমন্বয়ে ঢাকায় জাতীয় প্রেসকাবের সামনে মানববন্ধন ও ২৭ ডিসেম্বর ঢাকায় প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করবে।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘন্টা, নভেম্বর ১৩, ২০১৭
বিএস