সোমবার (১৩ নভেম্বর) বিকেলে ডিএনসিসি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারের নেতৃত্বে উত্তরায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের শেষ খবর পাওয়া পর্যন্ত ২০টি বাড়ির সিড়ি, র্যাম্প ও বাড়ির বর্ধিতাংশ উচ্ছেদ করা হয়েছে।
সাজিদ আনোয়ার বাংলানিউজকে বলেন, আমরা আগে নোটিশ ও মাইকিং করেছি, কেউ নিজ উদ্যেগে অপসারণ করেননি। তাই বাধ্য হয়ে উচ্ছেদ করতে হচ্ছে। উত্তরা ১১নং সেক্টরে আমাদের রাস্তা সম্প্রসারণের কাজ চলছে। কাজ করতে গিয়ে দেখা গেছে ৩০ ফুট রাস্তার কোথাও কোথাও ২০ ফুটও নেই। রাস্তা প্রসস্ত করণের কারণেই উচ্ছেদ করতে হচ্ছে। ’
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
এসএম/বিএস