সোমবার (১৩ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কর্মবিরতি চলে।
কর্মবিরতি চলাকালে সমাবেশে সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হাবিবুর রহমান শাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজী আনোয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন-পৌরসভার সচিব হারুন অর রশিদ, সহকারী প্রকৌশলী মাহমুদুল ইসলাম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, সরকার আমাদের দাবি পূরণ করে নিলে পৌরসভার স্বাভাবিক কার্যক্রম সচল হবে। দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
এমএএএম/আরআর