ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রামের পৌর কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
কুড়িগ্রামের পৌর কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি কুড়িগ্রামের পৌর কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

কুড়িগ্রাম: রাষ্ট্রীয় কোষাগার থেকে পেনশনসহ বেতন-ভাতা দেওয়ার দাবিতে বাংলাদেশ পৌর সার্ভিস অ্যাসোসিয়েশন কুড়িগ্রাম শাখার উদ্যোগে পূর্ণদিবস কর্মবিরতি পালন করছে পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা।

সোমবার (১৩ নভেম্বর) দিনব্যাপী কুড়িগ্রাম পৌরসভায় কর্মবিরতি পালন করে সমাবেশ করছে তারা।

একই দাবিতে কুড়িগ্রামের নাগেশ্বরী ও উলিপুর পৌরসভায় পূর্ণদিবস কর্মবিরতি পালন ও সমাবেশ করেছে।

সমাবেশে বক্তব্য রাখেন- বাংলাদেশ পৌর সার্ভিস অ্যাসোসিয়েশন কুড়িগ্রাম শাখার সভাপতি হাফিজুর রহমান বুলু, সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান রাসেল, যুগ্ম-সম্পাদক মজিবর রহমান বাবু, কোষাধক্ষ্য ফারুক আহমেদ, পৌরসভার সচিব এসএম রেজাউল করিম, নির্বাহী প্রকৌশলী কামাল আহমেদ, সহকারী প্রকৌশলী আব্দুল আউয়াল প্রমুখ।

এসময় পৌর কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন- কুড়িগ্রাম পৌরসভার প্যানেল মেয়র মাসুদুর রহমান, কাউন্সিলর রোস্তম আলী তোতা।  

বক্তারা বলেন, সংবিধান অনুযায়ী সরকারের ৫টি নির্বাহী বিভাগের মধ্যে অন্যান্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা পেলেও স্থানীয় সরকারের আওতাধীন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা পায় না। অবিলম্বে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন রাষ্ট্রীয় কোষাগার থেকে দেওয়ার জন্য সদাশয় সরকারের কাছে দাবি জানানো হয়।  

দাবি মানা না হলে পরবর্তীতে দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্র থেকে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান বক্তারা।

সারা দেশের ৩২৭টি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা একযোগে পূর্ণদিবস এই কর্মবিরতি পালন করছেন। আগামী ৩ ডিসেম্বর পৌরসভা কর্মকর্তা-কর্মচারী ও পরিবারবর্গের সমন্বয়ে ঢাকায় জাতীয় প্রেসকাবের সামনে মানববন্ধন ও ২৭ ডিসেম্বর ঢাকায় প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করবে।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
এফইএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।