সোমবার (১৩ নভেম্বর) বিকেল ৩টা থেকে চাঁদপুর হরিণাঘাট থেকে ফেরি কুসুম কলি আলু বাজার ঘাটের উদ্দেশে ছেড়ে যায়। কেতকি ও কস্তুরি নামে বাকি দুটি ফেরিও পরপর ছেড়ে যাবে বলে জানিয়েছেন দায়িত্বরত কর্মকর্তারা।
চাঁদপুর বিআইডাব্লিউটিসির ব্যবস্থাপক (বাণিজ্য) পারভেজ খান বাংলানিউজকে বলেন, সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ থাকার কথা থাকলেও বিকেল ৩টার মধ্যে ফেরি চালু করা হয়েছে। এখনও খনন কাজ করা হচ্ছে। তবে ফেরি চলাচলে কোনো বিঘ্ন ঘটবে না।
এর আগে রোববার (১২ নভেম্বর) বিকেল ৪টায় চাঁদপুর-শরীয়তপুর নৌ-চ্যানেলর শরীয়তপুর অংশে খনন কাজ নির্বিঘ্নে করার জন্য বিআইডাব্লিউটিএ এবং বিআইডাব্লিউটিসির প্রকৌশলী শাখা ও উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ফেরি চলাচল বন্ধ করা হয়।
বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
এনটি