ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চাঁদপুর-শরীয়তপুর নৌ-রুটে ফেরি চলাচল শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
চাঁদপুর-শরীয়তপুর নৌ-রুটে ফেরি চলাচল শুরু চাঁদপুর-শরীয়তপুর নৌ-রুটে ফেরি চলাচল শুরু

চাঁদপুর: মেঘনা নদীর নৌ-চ্যানেল খনন কাজের জন্য টানা ২৪ ঘণ্টা বন্ধ থাকার পর চাঁদপুর-শরীয়তপুর নৌ-রুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

সোমবার (১৩ নভেম্বর) বিকেল ৩টা থেকে চাঁদপুর হরিণাঘাট থেকে ফেরি কুসুম কলি আলু বাজার ঘাটের উদ্দেশে ছেড়ে যায়। কেতকি ও কস্তুরি নামে বাকি দুটি ফেরিও পরপর ছেড়ে যাবে বলে জানিয়েছেন দায়িত্বরত কর্মকর্তারা।

চাঁদপুর বিআইডাব্লিউটিসির ব্যবস্থাপক (বাণিজ্য) পারভেজ খান বাংলানিউজকে বলেন, সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ থাকার কথা থাকলেও বিকেল ৩টার মধ্যে ফেরি চালু করা হয়েছে। এখনও খনন কাজ করা হচ্ছে। তবে ফেরি চলাচলে কোনো বিঘ্ন ঘটবে না।

এর আগে রোববার (১২ নভেম্বর) বিকেল ৪টায় চাঁদপুর-শরীয়তপুর নৌ-চ্যানেলর শরীয়তপুর অংশে খনন কাজ নির্বিঘ্নে করার জন্য বিআইডাব্লিউটিএ এবং বিআইডাব্লিউটিসির প্রকৌশলী শাখা ও উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ফেরি চলাচল বন্ধ করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।