সোমবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উভয় ফেরিঘাট সংশ্লিষ্টরা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পাটুরিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল বাংলানিউজকে জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ছোট-বড় মিলে ১৩টি ফেরি চলাচল করছে।
সবশেষ পাটুরিয়া ফেরিঘাট এলাকায় ৫০ থেকে ৬০টি যাত্রীবাহী বাস ও দেড় শতাধিক পণ্যবাহী ট্রাক নৌরুট পারের অপেক্ষায় রয়েছে বলে জানান তিনি।
দৌলতদিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক রুহুল আমিন জানান, নৌরুট পারের অপেক্ষায় দৌলতদিয়া ফেরিঘাট এলাকার টার্মিনালে দুই শতাধিক পণ্যবাহী ট্রাক রয়েছে। এছাড়াও দীর্ঘ লাইনে আটকা রয়েছে আরও শতাধিক যাত্রীবাহী বাস। সময় বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকামুখী যানবাহনের চাপ বাড়ছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
জেডএস