ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পায়রাবন্দরে অধিগ্রহণ জমির মূল্য বাড়ানোর দাবি 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৬ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
পায়রাবন্দরে অধিগ্রহণ জমির মূল্য বাড়ানোর দাবি  পায়রাবন্দরে অধিগ্রহণ জমির মূল্য বাড়ানোর দাবি 

পটুয়াখালী: প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় নির্মিত পায়রা সমুদ্রবন্দরের জন্য অধিগ্রহন জমির মূল্য তিনগুন বাড়ানোসহ চাকরির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

ক্ষতিগ্রস্ত জনগণের ব্যানারে সোমবার (১৩ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার লালুয়া ইউনিয়নের বানাতী বাজারে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন- স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মীর তারিকুজ্জামান তারা, ইউনিয়ন আওয়ামী লীগে সভাপতি চাঁন খাঁ, ইউপি সদস্য মজিবুর রহমান প্যাদা, ইউপি সদস্য আবু বক্কর মাওলানা প্রমুখ।

বক্তারা বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে প্রতিশ্রুতি দিয়েছেন তা বাস্তবায়ন করা হচ্ছে না। পায়রাবন্দরের একটি চক্র ভুল বুঝিয়েছে বলে আমরা ন্যায্য মূল্য থেকে অর্ধেক মূল্যও পাচ্ছিনা।  

আমরা ঘর-বাড়ি হারিয়েছি, বাপ-দাদার কবরটা পর্যন্ত হারিয়েছি তার পরেও কেনো পায়রাবন্দরে আমাদের চাকরির অগ্রাধিকার থাকবে না?

বক্তারা আরও বলেন, প্রধানমন্ত্রীর কাছে জোড় অনুরোধ জানাচ্ছি- আপনার প্রতিশ্রুতি অনুযায়ী জমির মূল্য তিনগুন ও ক্ষতিগ্রস্তদের অগ্রাধিকার ভিত্তিতে চাকরি দেওয়ার ব্যবস্থা নিন।  

মানববন্ধন শেষে একটি মিছিল বের করা হয়। মিছিলটি বানাতী বাজার প্রদক্ষিণ করে ইউনিয়ন পরিষদের সামনে এসে শেষ হয়।

বাংলা‌দেশ সময়: ১৭১৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
এমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।