দিবসটি উপলক্ষে সোমবার (১৩ নভেম্বর) দুপুরে হাতিয়া ইউনিয়নের দাগারকুটি গণহত্যা স্মৃতি ফলকে পুষ্পমাল্য অর্পণ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় বক্তব্য দেন- মুক্তিযুদ্ধে ১১নম্বর সেক্টরের সাব সেক্টর কমান্ডার ও পুলিশের সাবেক ডিআইজি সফিকউল্লাহ, চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম, মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন, অধ্যাপক এমএ মতিন, বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ গবা পান্ডে, সুজনের প্রধান সমন্বয়ক দীলিপ সরকার, সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী প্রমুখ।
আলোচনা শেষে সুজনের উলিপুর শাখার উদ্যোগে এমএমতিন কারিগরি মহাবিদ্যালয় প্রাঙ্গণে ১২টি কলেজের প্রায় পাঁচ শতাধিক শিক্ষর্থী নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।
১৯৭১ সালের ১৩ নভেম্বর ভোরে উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের দাগারকুটি এলাকার সাত গ্রামে নির্বিচারে গুলি চালিয়ে ও ঘর-বাড়ি পুড়িয়ে ৬৯৭ নিরিহ গ্রামবাসীকে হত্যা করে হানাদার বাহিনী। দিনটি স্বরণীয় রাখতে প্রতি বছরের ন্যায় এবারেও হাতিয়া দিবস পালন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
এফইএস/ওএইচ/