সোমবার (১৩ নভেম্বর) দুপুরে উজিরপুর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আহতরা হলেন- অসীম দাস, আজাদ সিকদার, বরুন রায়, বিশ্বজিৎ দাস, উজিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তৌহিদুজ্জামান, কাউন্সিলর বাবুল সিকদার।
স্থানীয়রা জানান, উজিরপুর বাজারের জনতা বেডিং স্টোরে বিদ্যুতের শর্ট সার্কিটে থেকে আগুন লেগে মুহুর্তের মধ্যে তা আশে-পাশের দোকানে ছড়িয়ে পড়ে। পরে উজিরপুর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে গৌরনদী ও বরিশাল ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় আগুনে জনতা বেডিং স্টোর, ডায়মণ্ড সু স্টোর, ডা. দেবকুমার দাশগুপ্তের ফার্মেসি, হাওলাদার স্টোর, নারায়ণ ফার্মেসি, দু’টি স্বর্ণের দোকানসহ স্থানীয় যুবলীগের কার্যালয় পুড়ে যায়।
এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফারুক হোসেন বাংলানিউজকে জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে কৌশলগত দক্ষতা ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
এদিকে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সরকারি ভাবে সাহায্যের দাবি জানিয়েছেন উজিরপুর বাজার কমিটির সভাপতি সামসুল হক সিকদার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঝুমুর বালা বাংলানিউজকে জানান, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রত্যেককে জেলা প্রশাসকের পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা ও একটন করে চাল দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
এমএস/আরআইএস/