ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
আশুলিয়ায় শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আশুলিয়া, সাভার: আশুলিয়ার নরসিংহপুর এলাকা থেকে উজ্জল শেখ নামে এক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৩ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে আশুলিয়ার নরসিংহপুর বাংলাবাজার এলাকার এনায়েতের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

উজ্জল শেখ গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার থানার খানজাপুর গ্রামের মিন্টু শেখেরে ছেলে।

তিনি স্ত্রী লাভলী বেগমকে নিয়ে বাংলাবাজার এনায়েতের বাড়িতে ভাড়া থাকে একটি পলিব্যাগ তৈরীর কারখানায় কাজ করতেন। তার স্ত্রী বাগবাড়ি এলাকার একটি কারখানায় পোশাক শ্রমিক ছিলেন।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নাহিদ হাসান বাংলানিউজকে জানান, স্ত্রী লাভলীকে তার মাসিক বেতনের পুরো টাকা উজ্জলকে দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন। এনিয়ে রাতে উজ্জলের সঙ্গে লাভলীর বাকবিতণ্ডা হয়। পরে সকালে লাভলী কারখানায় চলে যান। বিকেলে প্রতিবেশীরা উজ্জলকে ডেকে কোনো সাড়া না পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে দরজা ভেঙে ঘরের আড়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উজ্জলের মরদেহ উদ্ধার করে।

উজ্জলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আশুলিয়া থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।