সোমবার (১৩ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে রোববার (১২ নভেম্বর) রাতে উপজেলার রূপসদী গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, কামরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা, মাদক বিক্রি, চাঁদাবাজি, ডাকাতি, পুলিশের উপর হামলা, নারী নির্যাতনসহ ১৭টি মামলা রয়েছে। গ্রেফতারি পরোয়ানাভুক্ত কামরুল এলাকায় সন্ত্রাসী বাহিনী গঠন করে কয়েক বছর ধরে চাঁদাবাজি, নারী নির্যাতন, দাঙ্গাবাজি, মাদক বিক্রি, জমি জবর দখল করছিলেন।
বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংশু কুমার দেব বাংলানিউজকে জানান, সন্ত্রাসী কামরুল এলাকার বখাটেদের নিয়ে একটি সন্ত্রাসী বাহিনী গঠন করে অপরাধ কর্মকাণ্ড করছিলেন।
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
টিএ