ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় শীর্ষ সন্ত্রাসী কামরুল কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
ব্রাহ্মণবাড়িয়ায় শীর্ষ সন্ত্রাসী কামরুল কারাগারে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার শীর্ষ সন্ত্রাসী কামরুল বাহিনীর প্রধান কামরুলকে (২৭) কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (১৩ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে রোববার (১২ নভেম্বর) রাতে উপজেলার রূপসদী গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

কামরুল ওই গ্রামের স্বপন মিয়ার ছেলে।

এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, কামরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা, মাদক বিক্রি, চাঁদাবাজি, ডাকাতি, পুলিশের উপর হামলা, নারী নির্যাতনসহ ১৭টি মামলা রয়েছে। গ্রেফতারি পরোয়ানাভুক্ত কামরুল এলাকায় সন্ত্রাসী বাহিনী গঠন করে কয়েক বছর ধরে চাঁদাবাজি, নারী নির্যাতন, দাঙ্গাবাজি, মাদক বিক্রি, জমি জবর দখল করছিলেন।

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংশু কুমার দেব বাংলানিউজকে জানান, সন্ত্রাসী কামরুল এলাকার বখাটেদের নিয়ে একটি সন্ত্রাসী বাহিনী গঠন করে অপরাধ কর্মকাণ্ড করছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।