খেলার প্রথময়ার্ধের ৩৮ মিনিটে ঝিনাইদহ দলের স্ট্রাইকার এনামুল গোল করে দলকে এগিয়ে নেন। এক গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে কুষ্টিয়া দলের খেলোয়াড়রা গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠেন।
আক্রমণের ধারা অব্যাহত রেখে দ্বিতীয়ার্ধের ৩৬ মিনিটে কুষ্টিয়ার পক্ষে জীবন গোল করে দলকে এগিয়ে নেন। বাকী সময় দুই পক্ষের খেলোয়াড়রা আক্রমণ পাল্টা আক্রমণ চালিয়েও আর গোলের দেখা পায়নি। শেষ পর্যন্ত কুষ্টিয়া এক গোলের লিড নিয়ে মাঠ ছাড়ে। কুষ্টিয়া দল শুক্রবার তাদের দ্বিতীয় খেলায় প্রথম ম্যাচে জয়ী স্বাগতিক মাগুরা আছাদুজ্জামান ফুটবল একাডেমির মুখোমুখি হবে।
আছাদুজ্জামান ফুটবল একাডেমির আয়োজনে ও বসুন্ধরা সিমেন্টের সহযোগিতায় ঢাকা শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড, শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড, ঢাকা সাইফ স্পোটিং ক্লাব, বাংলাদেশ নৌবাহিনীসহ দেশ সেরা ১৭টি দল এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে।
গত ১০ নভেম্বর শুক্রবার বেলা আড়াইটায় পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এফসিএ এমপি প্রধান অতিথি হিসেবে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন।
১৪ নভেম্বর মঙ্গলবার ৫ম ম্যাচে রাজশাহী জেলা দলের মুখোমুখি হবে নূর ইসলাম ফুটবল একাডেমি যশোর।
বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, ১৩ নভেম্বর, ২০১৭
আরএ