ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নাটোরে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
নাটোরে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা

নাটোর: শিক্ষার মান উন্নয়ন ও সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করার লক্ষে নাটোরে কলেজ অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের সঙ্গে মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসন।

সোমবার (১৩ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে জেলা শিক্ষা অফিস।

জেলা শিক্ষা কর্মকর্তা মো. রমজান আলী আকন্দের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক শাহিনা খাতুন।

এসময় আরো বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক ড. চিত্র লেখা নাজনিন, এনএস সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সামসুজ্জামান, রাণী ভবানী মহিলা কলেজের অধ্যক্ষ মোছা. সুরাইয়া বেগম, সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান, নলডাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাগরেব আলী, দিঘাপতিয়া এমকে কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রাজ্জাক, গুরুদাসপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ ইব্রাহিম হোসেন, বিলহালতি ত্রিমোহনী কলেজের অধ্যক্ষ মো. মকসেদ আলী প্রমুখ।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক সব শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়ার মান উন্নয়নে কলেজ শিক্ষকদের বেশ কিছু নির্দেশনা দেন।

এর মধ্যে রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা নিয়মিত উত্তোলন, জাতীয় পতাকার সঠিক ব্যবহার, স্কাউটিং পরিচালনা ও জোরদার, নিয়মিত খেলাধুলার ব্যবস্থা করা, সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করা, মানসম্মত শিক্ষা দেওয়া, সন্ত্রাস ও জঙ্গিবাদ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, শিক্ষাঙ্গন পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ও ছাত্রছাত্রীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করা।

সভায় জেলার ৫টি সরকারি ডিগ্রি কলেজ, ৪১টি ডিগ্রি ও অর্নাস কলেজ, ২২টি উচ্চ মাধ্যমিক কলেজ, ৫০টি কারিগরি ও বিএম কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।