ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

না.গঞ্জে স্কুলের কার্যক্রম মনিটরিংয়ের পরামর্শ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
না.গঞ্জে স্কুলের কার্যক্রম মনিটরিংয়ের পরামর্শ না.গঞ্জে স্কুলের কার্যক্রম মনিটরিংয়ের পরামর্শ/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের প্রতিটি স্কুলের কার্যক্রম মনিটরিংয়ের জন্য জেলা প্রশাসক (ডিসি) রাব্বি মিয়াকে পরামর্শ দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমান।

তিনি বলেন, নারায়ণগঞ্জ শহরের অনেক স্কুলেরই শিক্ষার মান দিন দিন অবনতির দিকে যাচ্ছে। শহরের স্কুলগুলোর অবস্থা এমন হলে গ্রামের স্কুলগুলোর কি হবে?

সোমবার (১৩ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ সার্কিট হাউসে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় জেলা প্রশাসককে এ পরামর্শ দেন তিনি।

সভায় জেলা প্রশাসককে উদ্দেশ্যে তিনি বলেন, আপনাকে প্রতিটি স্কুলের ম্যানেজিং কমিটির কার্যক্রম মনিটরিং করতে হবে। অনেক স্কুলেই বাধ্যতামূলক কোচিং করানো হয়। আর কোচিং না করলে ছাত্র-ছাত্রীদের ফেল করিয়ে দেওয়া হয়। এসময় জানুয়ারির আগেই নারায়ণগঞ্জের সব স্কুলের কার্যক্রম মনিটরিংয়ের জন্য পরামর্শ দেন তিনি।

এসময় জেলা প্রশাসকের সভাপতিত্বে বক্তব্য দেন- সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট হোসনে আরা বাবলী, জেলা সিভিল সার্জন ডা. এহসানুল হক, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফারুক হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেস্ট হামিদুর রহমান, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি খালেদ হায়দার খান কাজল, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফেকচারার অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সাবেক সহসভাপতি (অর্থ) জিএম ফারুক, শিক্ষানুরাগী কাশেম জামাল, ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার কেইউ আকসীর, সামিউল্লাহ মিলন প্রমুখ।

মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে নৌকাবাইচ অনুষ্ঠিত হবে। এছাড়া ২০ হাজার শিক্ষার্থীকে একত্রিত করে মুক্তিযুদ্ধের চেতনা সম্পর্কে জানানো হবে বলে সভায় আলোচনা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।