সোমবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ৮টা থেকে মহাসড়কে আগুন জ্বালিয়ে এ অবরোধ করা হয়। এ কারণে সড়কের উভয়পাশে কমপক্ষে তিন শতাধিক পরিবহন আটকে পড়ে।
স্থানীয়রা জানান,, বিকেলে ডাসার থানাধীন দক্ষিণ বালিগ্রাম এলাকায় ক্যারম খেলার সময় রিয়াজুল ফকির (১৪) নামের গোপালপুর উচ্চ বিদ্যালয়ের এক জেএসসি পরীক্ষার্থীকে আটক করে সংশ্লিষ্ট থানার পুলিশ। এসময় ছেলেটির কাছে একটি সিগারেটের প্যাকেটে পাঁচ পিস ইয়াবা ছিল বলে পুলিশ জানায়।
তবে এই ঘটনাকে সাজানো দাবি করে এলাকাবাসী তাৎক্ষণিক প্রতিবাদে নামে। এসময় পুলিশের সঙ্গে স্থানীয়দের বাকবিতণ্ডাও হয়। আটক ছাত্রটিকে পুলিশ থানায় নিয়ে গেলে এর প্রতিবাদে এলাকাবাসী ও তার বিদ্যালয়ের শিক্ষার্থীরা ডাসার থানাধীন গোপালপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করতে থাকে।
রিয়াজুলের বাবা মোক্তার ফকির বাংলানিউজের কাছে দাবি করেন, ‘বিকেলে বন্ধুদের সঙ্গে বাড়ির পাশের বাজারে ক্যারম খেলছিল রিয়াজুল। এসময় পুলিশ এসে তার পায়ের কাছে পড়ে থাকা একটি সিগারেটের প্যাকেটে পাঁচ পিস ইয়াবা পায় বলে জানায়। এরপর রিয়াজুলকে আটক করে। এ ঘটনা পুরোপুরি সাজানো। টাকার জন্য মিথ্যাভাবে পুলিশ এ ঘটনা সাজিয়েছে। ’
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বাংলানিউজকে জানান, ‘বিকেলে পুলিশ ইয়াবাসহ স্কুলছাত্রটিকে আটক করে। আর এই ঘটনায় এলাকাবাসী প্রতিবাদ জানিয়ে সড়ক অবরোধ করে রাখে। ’
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব জানান, ‘মহাসড়ক অবরোধের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে যাই এবং অবরোধকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেই। এখন যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। ’
বাংলাদেশ সময়: ২৩৩৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
এইচএ/