ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জাফলংয়ে টিলা ধসে হতাহতের ঘটনায় মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৭
জাফলংয়ে টিলা ধসে হতাহতের ঘটনায় মামলা জাফলংয়ে টিলা ধসে হতাহতের ঘটনায় মামলা/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পাথর উত্তোলনের সময় টিলা ধসে হতাহতের ঘটনায় হত্যা মামলা হয়েছে।

সোমবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে নিহত নারীশ্রমিক শম্পা দাস চম্পার মা রেখা দাস মামলাটি দায়ের করেন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বাংলানিউজকে জানান, কোয়ারি মালিক খলিলুর রহমানকে প্রধান আসামি করে মোট ১১ জনের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় মামলা করা হয়েছে।

খলিলুর রহমানের অংশীদার নান্নু মিয়াসহ ৬ জনের নামোল্লেখ করে করা মামলাটির অন্য ৫ আসামি অজ্ঞাত।  

ঘটনার পর পরই নান্নু মিয়াকে আটক করে পুলিশ।

সোমবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে দেশের অন্যতম বড় পাথর কোয়ারি জাফলংয়ের মন্দিরের জুম পাহাড় এলাকার কোয়ারি টিলা ধসে নারীশ্রমিক শম্পা দাস চম্পা (১৮) নিহত হন। আহন হন জুথি বিকাশ সরকার (৪৫), তার ছেলে দিপ্ত সরকার (১৪) ও ভাই অজিত সরকার (২২)।  

আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত শম্পা খালিয়াজুড়ি উপজেলার শ্যামপুর এলাকার রণজিৎ দাসের মেয়ে। জাফলংয়ের মোহাম্মদপুর এলাকায় থেকে পাথর তোলার কাজ করতেন তিনি।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, অপরিকল্পিতভাবে পাথর উত্তোলনের সময় টিলা ধসে শ্রমিক হতাহতের ঘটনা ঘটেছে।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৭
এনইউ/ওএইচ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।