ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরিশালে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪২ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৭
বরিশালে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত বরিশালে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: ‘সব গর্ভধারণ হোক পরিকল্পিত’ এ প্রাতিপাদ্যকে সামনে রেখে বরিশালে নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় নগরের অশ্বিনী কুমার হল চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অ্যাডভোকেট হেমায়েত উদ্দিন আহম্মেদ ডায়াবেটিক ও জেনারেল হাসপাতালের সমানে গিয়ে শেষ হয়।

পরে সেখানে ডায়াবেটিক সমিতি বরিশাল শাখার সাধারণ সম্পাদক ডা. পিযুষ কান্তি দাস’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ডিসি) মো. হাবিবুর রহমান।

এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক জাকির হোসেন, ডায়াবেটিক সমিতির কোষাদক্ষ মো. হান্নান মল্লিক, সাবেক অধ্যক্ষ ডা. আবরার আহম্মেদ, সিনিয়র চিকিৎসক ডা. শাহিদুর রহমান, ডা. আলতাফ মাহমুদ, ডা. জহিরুল ইসলাম জাফর প্রমুখ উপস্থিত ছিলেন।

সভা শেষে অ্যাডভোকেট হেমায়েত উদ্দিন আহম্মেদ ডায়াবেটিক ও জেনারেল হাসপাতালের উদ্যোগে বিনা মূল্যে ডায়াবেটিস রোগ নির্ণয় পরীক্ষা করানো হয়।

বাংলা‌দেশ সময়: ১১৩০ ঘণ্টা, ন‌ভেম্বর ১৪, ২০১৭
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।