ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অষ্টগ্রামে ২ গাঁজাসেবীর ৬ মাসের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৭
অষ্টগ্রামে ২ গাঁজাসেবীর ৬ মাসের কারাদণ্ড

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় ২ গাঁজাসেবীকে ৬ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মফিজুল ইসলাম এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন-অষ্টগ্রাম উপজেলার কলাপাড়া গ্রামের বাসিন্দা মো. আনাছ মিয়া এবং একই উপজেলার দিঘিভিটা গ্রামের বাসিন্দা মো. রাসেল মিয়া।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মফিজুল ইসলাম বাংলানিউজকে জানান, সোমবার (১৩ নভেম্বর) রাতে উপজেলার কলাপাড়া ও দিঘিভিটা গ্রামে পুলিশ অভিযান চালিয়ে গাঁজা সেবনরত অবস্থায় আনাছ মিয়া ও রাসেল মিয়াকে আটক করে।

পরে মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের সামনে তাদের হাজির করা হয়। এসময় অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মফিজুল ইসলাম তাদের ৬ মাস করে কারাদণ্ড দেন।

তিনি আরও জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুইজনকে ৬ মাস করে কারাদণ্ড দিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, ১৪ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।