ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঝালকাঠিতে মাদকসহ আটক ৩ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৬ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৭
ঝালকাঠিতে মাদকসহ আটক ৩ জনের বিরুদ্ধে মামলা

ঝালকাঠি: ঝালকাঠি সদর উপজেলায় বিদেশি মদ ও ইয়াবাসহ আটক তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

এর আগে, সোমবার (১৩ নভেম্বর) দিনগত রাতে ওই উপজেলার খাজুরিয়া এলাকায় অভিযান চালিয়ে মনির খান, মনোতোষ মিত্র ও ফায়জুল আলম খান নামে তিনজনকে আটক করা হয়।

পরে তাদের কাছ থেকে ১ বোতল বিদেশি মদসহ ৩ বোতল মদ ও ৫টি ইয়াবা জব্দ করা হয়।

আটকদের মধ্যে মনির ঝালকাঠি সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়ন যুবলীগের পদধারী নেতা বলে স্থানীয় সূত্রে জানা গেছে।  

ঝালকাঠি ডিবির পরিদর্শক মো. কামরুজ্জামান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিনগত রাতে ওই গ্রামে অভিযান চালিয়ে মদ ও ইয়াবাসহ ওই তিনজনকে আটক করা হয়।  

আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঝালকাঠি সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলা‌দেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৭
এমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।