ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পটুয়াখালীতে ৩শ’ মণ জাটকা জব্দ, দুইজনের অর্থদণ্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৭
পটুয়াখালীতে ৩শ’ মণ জাটকা জব্দ, দুইজনের অর্থদণ্ড

পটুয়াখালী: পটুয়াখালীতে ৩ শ’ মণ জাটকা জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব-৮) সদস্যরা।

এ ঘটনায় আটক শম্ভুদাস (৩০) ও সালাউদ্দিন (২৮) নামের দুইজনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৪ নভেম্বর) জব্দ করা জাটকা বিভিন্ন এতিমখানা ও দুঃস্থদের মধ্যে বিতরণ করা হয়।

 

বিকেলে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের কমান্ডার সুরত আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে পটুয়াখালী টোল প্লাজা থেকে ট্রাকভর্তি জাটকা জব্দ করা হয়। আটকদের সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বাকাহীদ হোসেন পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।

জাটকাগুলো পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থেকে ট্রাকে করে যশোরে নেওয়া হচ্ছিলো।  

বাংলা‌দেশ সময়: ১৭৫০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৭
এমএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।