ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৭
লক্ষ্মীপুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার চর ফলোয়ান গ্রামে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত দুই শিশুর নাম- তনু (সাড়ে ৪) ও পিয়াস (৩)।

তারা ওই গ্রামের কৃষক হাছান আহমেদ চৌধুরীর ছেলে-মেয়ে।

স্থানীয়রা জানায়, পরিবারের সদস্যদের অগোচরে তনু ও পিয়াস বাড়ির পাশের পুকুর পাড়ে খেলছিল। এক পর্যায়ে অসাবধানতাবশত পিয়াস পানিতে পড়ে যায়। তাকে উঠাতে গিয়ে তনুও পানিতে ডুবে মারা যায়। পরে অনেক খোঁজা-খুঁজির পর ওই পুকুর থেকে ভাসমান অবস্থায় মরদেহ দু’টি উদ্ধার করা হয়।  

উপজেলার ১০ নম্বর রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল আজম চৌধুরী সুমন বাংলানিউজকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৭
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।