বুধবার (১৫ নভেম্বর) বেলা ১১টার দিকে বেনাপোল চেকপোস্ট নোম্যান্স-ল্যান্ড এলাকা থেকে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা এ টাকা জব্দ করে।
বিজিবি জানায়, বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশি টাকার একটি চালান ভারতে পাচারের চেষ্টা চলছে এমন গোপন খবরের ভিত্তিতে তারা অভিযান চালিয়ে চেকপোস্ট শূন্যরেখা থেকে দুটি স্কুল ব্যাগ জব্দ করে।
বেনাপোল চেকপোস্ট বিজিবি আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার আব্দুল ওয়াব টাকা জব্দের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে জানান, জব্দকৃত টাকা পোর্ট থানায় জমা দেওয়া হবে।
জানা যায়, এর আগেও এ পথে ভারতে পাচারের সময় একাধিকবার বাংলাদেশি দুই টাকার বিপুল পরিমাণ নোট জব্দ হয়েছে। তবে এ দুই ও পাঁচ টাকার নোট কী কারণে ভারতে পাচার হচ্ছে তা জানা সম্ভব হয়নি।
বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা,১৫ নভেম্বর, ২০১৭
এজেডএইচ/আরআই