মজনু মিয়া জামালপুর জেলার মাদারগঞ্জের আমৃতলার রইস উদ্দিনের ছেলে। স্বামী-স্ত্রী দু’জনেই গার্মেন্টসে কাজ করতেন।
বুধবার (১৫ নভেম্বর) ঢাকার জেলা ও দায়রা জজ এসএম কুদ্দুস জামান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
মজনু মিয়া তার স্ত্রী ফাইমা আক্তারকে নিয়ে ঢাকা জেলার আশুলিয়ার বাইপাইল পশ্চিমপাড়ায় মনিরুল হকের বাসায় ভাড়া থাকতেন। ২০১৬ সালের ১৩ অক্টোবর পারিবারিক কলহের এক পর্যায়ে মজনু মিয়া তার স্ত্রী ফাইমা আক্তারকে ধারালো বটি দিয়ে জবাই করেন। ঘটনার পরপরই মজনু মিয়া পালিয়ে যান।
ওই ঘটনায় নিহতের মা ফাতেমা বেগম বাদী হয়ে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর মজনু মিয়া গ্রেফতার হলে হত্যার দায় স্বীকার করে তিনি আদালতে জবানবন্দি দেন।
মামলার বিচার চলাকালে চার্জশিটের ২০ জন সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।
বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
এমআই/এএ