ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শিশু সুরক্ষা ও পাচার রোধে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
শিশু সুরক্ষা ও পাচার রোধে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন শিশু সুরক্ষা ও পাচার রোধে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুড়িগ্রাম: মানবপাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ বাস্তবায়নসহ চার দফা দাবিতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা সোস্যাল অ্যান্ড ইকোনমিক ইনহেন্সমেন্ট প্রোগ্রাম (সিপ)।

বুধবার (১৫ নভেম্বর) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের পরিচালক (পরিবীক্ষণ ও মূল্যায়ন) মো জাহিদ হোসেন সামগ্রিক অবস্থা বিবেচনায় স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিকদের এ দাবি তুলে ধরেন। এসময় তিনি স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকদের কাছে এ দাবিগুলো তুলে ধরার আহ্বান জানান।

অন্যান্য দাবিগুলো হলো- প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মনিটরিংয়ের ব্যবস্থা করা, শিশুপাচার বন্ধে জনপ্রতিনিধিদের দায়িত্বশীল ভূমিকা পালন করা ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শিশুপাচারোধে গণমাধ্যমের জোরালো ভূমিকা রাখা।

কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি মমিনুল ইসলাম মঞ্জু সংবাদ সম্মেলনের সভাপতিত্ব করেন।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
এফইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।