বুধবার (১৫ নভেম্বর) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের পরিচালক (পরিবীক্ষণ ও মূল্যায়ন) মো জাহিদ হোসেন সামগ্রিক অবস্থা বিবেচনায় স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিকদের এ দাবি তুলে ধরেন। এসময় তিনি স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকদের কাছে এ দাবিগুলো তুলে ধরার আহ্বান জানান।
অন্যান্য দাবিগুলো হলো- প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মনিটরিংয়ের ব্যবস্থা করা, শিশুপাচার বন্ধে জনপ্রতিনিধিদের দায়িত্বশীল ভূমিকা পালন করা ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শিশুপাচারোধে গণমাধ্যমের জোরালো ভূমিকা রাখা।
কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি মমিনুল ইসলাম মঞ্জু সংবাদ সম্মেলনের সভাপতিত্ব করেন।
বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
এফইএস/ওএইচ/