বুধবার (১৫ নভেম্বর) দুপুরে ঘাট এলাকায় দুই শতাধিক যানবাহন পারের অপেক্ষায় আছে। এর মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি।
বিআইডব্লিউটিএ’র শিমুলিয়া ঘাট ম্যারিন কর্মকর্তা মোহাম্মদ আলী বাংলানিউজকে জানান, নাব্যতা সংকট মোকাবেলায় ড্রেজিং কাজ চলছে। কবে শেষ হবে তা নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। তবে ছুটির দিন ছাড়া এই ঘাটগুলোতে চাপ পড়ে না বলে জানান তিনি।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাট উপ মহাব্যবস্থাপক মো. খালেদ নেওয়াজ বাংলানিউজকে জানান, ড্রেজিং কাজের জন্য এক নম্বর ফেরিঘাট বন্ধ আছে তিন দিন ধরে। চাপ কম থাকলেও ছুটির দিনে হিমশিম খেতে হয়। বর্তমানে ঘাট এলাকায় দুই শতাধিক যানবাহন আছে, যার মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি আছে। কবে ফেরিঘাটের ড্রেজিং কাজ শেষ হবে বলা যাচ্ছে না।
বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
আরবি/