ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হোল্ডিং ট্যাক্স প্রত্যাহারের দাবিতে বরিশালে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০২ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
হোল্ডিং ট্যাক্স প্রত্যাহারের দাবিতে বরিশালে মানববন্ধন হোল্ডিং ট্যাক্স প্রত্যাহারের দাবিতে বরিশালে মানববন্ধন। ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) বর্ধিত হোল্ডিং ট্যাক্স প্রত্যাহার এবং গ্যাস ও বিদ্যুতের মূল্য বাড়ানোর প্রতিবাদে মানববন্ধন করেছে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। 

বুধবার (১৫ নভেম্বর) দুপুরে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের সামনের জাতীয় মানবাধিকার ইউনিটির বরিশাল মহানগর কমিটি ও বরিশালের কুয়াকাটা ছাত্র-ছাত্রী কল্যাণ পরিষদ এ মানববন্ধনের আয়োজন করে।

জাতীয় মানবাধিকার ইউনিটির বরিশাল মহানগরের সভাপতি বসির আহমেদ ঝনুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মো. জয়নাল আবেদীন, মো. আল আমিন, সাংবাদিক কাজী জাহাঙ্গীর, বিপুল ঘোষ, মিজানুর রহমান, আবদুল্লাহ আল মামুন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।