ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাউফলে ৭ মণ জাটকা জব্দ, ২ জনের অর্থদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
বাউফলে ৭ মণ জাটকা জব্দ, ২ জনের অর্থদণ্ড

পটুয়াখালী: পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া বন্দরের ল্যাংরা মুন্সির পুল এলাকা ৭ মণ জাটকা জব্দ করা হয়েছে। এ সময় দুই জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার কালাইয়া গ্রামের আরিফ হোসেন (৩০) ও দশমিনা ইউনিয়নের নেছার মিয়া (২৮)।

বুধবার (১৫ নভেম্বর) দুপুরের দিকে বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ্ আল মাহমুদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কালাইয়া লঞ্চঘাট এলাকা থেকে বুধবার সকালে নৌ পুলিশের সহায়তায় ৭ মণ জাটকাসহ ২ জনকে আটক করা হয়। জব্দ হওয়া জাটকাগুলো স্থানীয় এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।

বাংলা‌দেশ সময়: ১৬২৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
এমএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।