বুধবার (১৫ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘গ্রাম আদালত প্রকল্পের চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং করণীয়’ শীর্ষক অর্ধবার্ষিক সমন্বয় সভায় তিনি এ নির্দেশনা দেন।
জেলা প্রশাসক বলেন, গ্রাম আদালতে ছোটখাটো ঘটনায় অনেক মামলা হয়।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক হারুন অর রশিদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফ আহমেদ খান, ইউএনডিপি’র প্রোগ্রাম ডিরেক্টরসহ স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা।
হারুন অর রশিদ জানান, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ, হালুয়াঘাট ও মুক্তাগাছা উপজেলায় গ্রাম আদালত সক্রিয়করণ প্রজেক্ট রয়েছে। ছয় মাস অন্তর অন্তর এ বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
এমএএএম/জিপি