বুধবার (১৫ নভেম্বর) গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীমা শরমিন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক শামীমা শরমিন বাংলানিউজকে জানান, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় জিসিসির ১নং ওয়ার্ডের পানিশাইল এলাকায় সকাল থেকে বিকেল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অবৈধ গ্যাস সংযোগ নেওয়ার দায়ে তিনজনকে আটক করে প্রত্যেককে ১০হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় বলেও জানান শামীমা শরমিন।
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
আরএস/আরআইএস/