বুধবার ( ১৫ নভেম্বর) বিকেলে দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুপুরে মতিঝিল থানা পুলিশের সহযোগিতায় তাকে রাজধানীর মতিঝিল এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
দুদক সূত্রে জানা যায়, সাইফ উদ্দিন সবুজ চলতি বছরের ২৬ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত গ্রাহকদের ৫ লাখ টাকা ব্যাংকে জমা দেওয়ার জন্য নগদ গ্রহণ করেন। এমনকি তাদের জমার রশিদও দেন। কিন্তু ওই টাকা গ্রাহকদের হিসাবে জমা না করে নিজ স্বার্থে রেখে তা আত্মসাৎ করেছেন তিনি।
মামলাটির তদন্ত করছেন দুদক-এর ময়মনসিংহ কার্যালয়ের সহকারী পরিচালক রাম প্রসাদ মন্ডল।
বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, নভেম্বর ১৫,২০১৭
এসজে/এমএ