ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বনানীতে ব্যবসায়ী হত্যার ঘটনায় মামলা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
বনানীতে ব্যবসায়ী হত্যার ঘটনায় মামলা হত্যাকাণ্ড চলাকালে ব্যবসা প্রতিষ্ঠানটির সিসি ক্যামেরার ফুটেজে কয়েকজন সন্দেহভাজনের ঘোরাঘুরি।

ঢাকা: রাজধানীর বনানীতে কার্যালয়ে ঢুকে ব্যবসায়ী সিদ্দিক হোসেন মুন্সীকে গুলি করে হত্যার ঘটনায় মামলা হয়েছে।

বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বানানী থানায় নিহত ব্যবসায়ী সিদ্দিকের স্ত্রী জোৎস্না বেগম বাদী হয়ে অজ্ঞাতপরিচয় চারজনকে আসামি করে এ মামলাটি দায়ের করেন।

বানানী থানার পরির্দশক (তদন্ত) আব্দুল মতিন মামলা হওয়া বিষয়টি বাংলানিউজকে জানান।

তিনি জানান, ঘটনাটি স্পষ্টকাতর। হত্যাকারীদের শনাক্ত করতে আমরা ওই ব্যবসা প্রতিষ্ঠানের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছি।

আশা করছি আসামিদের দ্রুত আইনের আওতায় আনা হবে। তাদের বিষয়ে আমরা কিছু তথ্য পেয়েছি। তবে তদন্তের স্বার্থে এখন কোনো তথ্য বলা যাবে না বলেও জানান তিনি।

এর আগে মঙ্গলবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর বনানীতে মুন্সি ওভারসিজ নামে একটি রিক্রুটিং এজেন্সির অফিসে ঢুকে এলোপাথাড়ি গুলি চালায় দুর্বৃত্তরা। এতে প্রতিষ্ঠানের মালিক সিদ্দিক হোসেনের মৃত্যু ও তিনজন আহত হন।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
এসজেএ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।