ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে নবান্ন উৎসব উদযাপন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে নবান্ন উৎসব উদযাপন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বান্দরবান: বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হয়েছে ঐতিহ্যবাহী নবান্ন ও পিঠা উৎসব।

বুধবার (১৫ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসন চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসন চত্বরে সম্প্রীতির মঞ্চে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বান্দরবান জেলা প্রশাসক দিলীপ কুমার বণিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

এসময় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দিদারে আলম মাকসুদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কুদ্দুছ, আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা সুষ্মিতা খীসা, অতিরিক্ত পুলিশ সুপার শম্পা রাণী সাহা, বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক উল্লাহ, জেলা শিশু একাডেমির সংগঠক শিলাদিত্য মুৎসুদ্দী প্রমুখ।

এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সরকারি-বেসরকারী প্রশাসনের কর্মকর্তা ও সুশীল সমাজের ব্যক্তিরা এতে অংশ নেন।

পরে প্রধান অতিথি পিঠা উৎসবে যোগ দেন এবং বিভিন্ন সংগঠনের পিঠার স্টলগুলো পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।