বুধবার (১৫ নভেম্বর) দুপুরে রংপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দেবাংশু কুমার সরকার তার এ রিমান্ড মঞ্জুর করেন। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে করা মামলায় পুলিশ তার ১০ দিনের রিমান্ড আবেদন করেছিল।
রংপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-উত্তর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন।
গত মঙ্গলবার (১৪ নভেম্বর) ভোরে টিটুকে নীলফামারীর জলঢাকা উপজেলার গোলনা চিড়াভিজা এলাকায় তার এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।
তার ফেসবুক স্ট্যাটাসের জেরে গত ১০ নভেম্বর দুপুরে রংপুর সদর, তারাগঞ্জ ও গঙ্গাচড়ার সংযোগস্থলে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়। এতে হতাহত এবং বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনাও ঘটে।
১১ নভেম্বর এ নিয়ে গঙ্গাচড়া ও রংপুর কোতয়ালি থানায় পুলিশ বাদী হয়ে পৃথক দু’টি মামলা করে। টিটুকে গ্রেফতারের পর গঙ্গাচড়া থানায় তার বিরুদ্ধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে করা মামলাটি ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
এইচএ/