ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মৌলভীবাজারের এমএ হামিদ বাংলানিউজের সঙ্গে নেই

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
মৌলভীবাজারের এমএ হামিদ বাংলানিউজের সঙ্গে নেই এমএ হামিদ

ঢাকা: স্টাফ করেসপন্ডেন্ট, মৌলভীবাজার হিসেবে কয়েক মাস কাজ করা এমএ হামিদের সঙ্গে সব ধরনের কর্ম সম্পর্ক ছিন্ন করেছে বাংলানিউজ। তার বিরুদ্ধে জেলা থেকে পাওয়া নানা ধরনের অভিযোগের পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ তাকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছেন। 

হামিদের বিরুদ্ধে বিভিন্ন সময় বন বিভাগসহ বিভিন্ন জনের কাছ থেকে সাংবাদিকতা ও বাংলানিউজের নাম ভাঙিয়ে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে। প্রাথমিকভাবে বাংলানিউজ বিষয়গুলোর সত্যতাও পেয়েছে।

বিশেষ করে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কুরমা বিটে প্রতিষ্ঠানকে অবহিত না করে সদলবলে হামহাম জলপ্রপাত যাওয়ার কথা বলে অসৎ উদ্দেশে অস্ত্র নিয়ে বনের মধ্যে প্রবেশ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বন বিভাগের তদন্ত রিপোর্টেও তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। যেটা সম্পূর্ণরূপে বাংলানিউজের নীতি ও স্বার্থ পরিপন্থী।  

এসব বিবেচনায় নিয়ে ২৫ অক্টোবর ২০১৭ থেকে হামিদকে বাংলানিউজ থেকে অব্যাহতি দেওয়া হয়।  

এ অবস্থায় বাংলানিউজের শুভানুধ্যায়ীসহ সব মহলের জ্ঞাতার্থে বিষয়টি অবগত করা হলো।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।