বুধবার (১৫ নভেম্বর) সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য এম এ মালেকের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বেগম আখতার জাহানের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, ২০১৮ সাল নাগাদ এক হাজার এমএমসিএফডি গ্যাসের সমতূল্য আমদানি করা এলএনজি (লিকুইড ন্যাচারাল গ্যাস) সরবরাহ শুরু হলে সংকট কিছুটা কমবে।
একই প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী সাধারণভাবে নতুন গ্যাস সংযোগ বন্ধ রয়েছে। তবে প্রধানমন্ত্রীর বিদুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টার নেতৃত্বে গঠিত বিশেষ কমিটির অনুমোদন সাপেক্ষে সীমিত আকারে গ্যাস সংযোগ কার্যক্রম চলমান রয়েছে।
একই প্রশ্নকারীর অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, সরকারি পর্যায়ে এলপি (লিকুইড পেট্রোলিয়াম) গ্যাসের সাড়ে ১২ কেজি ওজনের সিলিন্ডারের মূল্য সাতশ টাকা আর বেসরকারি কোম্পানিগুলোর সিলিন্ডারের মূল্য নয়শ থেকে এক হাজার টাকা।
বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
এসএম/এএ