ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাহরাইনে প্রতারণা করে শ্রীমঙ্গলে গ্রেফতার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
বাহরাইনে প্রতারণা করে শ্রীমঙ্গলে গ্রেফতার

মৌলভীবাজার: বাহরাইনে প্রবাসী বাঙালি ও বিভিন্ন দেশের নাগরিকদের কাছ থেকে প্রতারণা করে কোটি টাকা আত্মসাতের অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে মো. খালেদ মাহমুদ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় অভিযান চালিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল তাকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ১৪টি এটিএম কার্ডসহ একাধিক ভুয়া আইডি কার্ড ও পাসপোর্ট জব্দ করা হয়।

খালেদ জেলার কমলগঞ্জ উপজেলার বকুল নগর গ্রামের সিকান্দর আলীর ছেলে। দীর্ঘদিন প্রবাসে থেকে প্রতারণা করে তিনি দেশে পালিয়ে আসেন।

সিআইডি-এর কর্মকর্তা মো. আশরাফুজ্জামান বাংলানিউজকে বলেন, খালেদ প্রবাসী বাঙালিদের পাশাপাশি বাহরাইনের নাগরিকসহ বিভিন্ন দেশের মানুষের সঙ্গে প্রতারণা করে পাসপোর্ট জালিয়াতি করে দেশে পালিয়ে আসেন। দীর্ঘদিন ধরে দেশে-বিদেশে তদন্ত করে তথ্য প্রমাণের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে থানায় মামলা রয়েছে।

এর আগে প্রতারণার অভিযোগ এনে গত বছর খালেদ মাহমুদের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় মামলা করেন প্রবাসী বাঙালিরা।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।