বুধবার (১৫ নভেম্বর) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমা বিনতে আমীনের নেতৃত্বে জেলা সদরের হাফেজ ঘোনা সাঙ্গু উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন- কামাল পাশা ও মো. ইয়াছিন।
নাজমা বিনতে বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে হাফেজ ঘোনা সাঙ্গু উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এসময় পাহাড় কাটার দায়ে কামাল পাশা এবং মো. ইয়াছিনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও ঘটনাস্থল থেকে বুলড্রোজার ও কয়েকটি মিনি ট্রাক জব্দ করা হয়।
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
এনটি