বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় এ ডাকাতির ঘটনা ঘটে।
জুয়েলার্সের মালিক চন্দ নাগ বাংলানিউজকে বলেন, আনুমানিক সন্ধ্যা সাতটার দিকে দোকানে প্রথমে দু’জন নারী কাস্টমার প্রবেশ করে।
সিসিটিভি ক্যামেরায় দেখা যায়, ডাকাত সদস্যরা রিভলভার উচিয়ে দোকানে প্রবেশ করে। এ সময় তাদের কয়েকজনের মুখে মাস্ক পরা ছিল। ডাকাত সদস্যরা একজনের মাথায় অস্ত্র ঠেকিয়ে রাখে। আর অন্য সদস্যরা স্বর্ণালঙ্কার তাদের ব্যাগে ঢুকাতে থাকে।
আশপাশের অন্য দোকানদারা এ ডাকাতির ঘটনা প্রত্যক্ষ করেছেন। তবে ওই ডাকাতদের অস্ত্রের ভয়ে কেউ এগিয়ে আসতে সাহস পায়নি। এ সময় মুহুর্তের মধ্যে অন্য সব দোকান বন্ধ হয়ে যায়। এতে ওই এলাকার দোকান মালিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে।
প্রত্যক্ষদর্শী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম আপেল বাংলানিউজকে বলেন, ডাকাত সদস্যরা স্বর্ণালঙ্কার লুট করে প্রাইভেটকার উঠে পালিয়ে যান।
মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান সাংবাদিকদের বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
আরআইএস/