ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে ডাকাতদের গুলিতে ২ পুলিশ আহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
মানিকগঞ্জে ডাকাতদের গুলিতে ২ পুলিশ আহত

ঢাকা: মানিকগঞ্জের সাঠুরিয়া উপজেলায় ডাকাতের ছোড়া গুলিতে ২ পুলিশ গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার (১৫ নভেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহত ২ পুলিশকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুলিবিদ্ধ ২ পুলিশ সদস্য হলেন-সাঠুরিয়া থানার উপ-পরিদর্শক ওহিদুজ্জামান (৪০) ও  আসলাম খান (৩২)

সাঠুরিয়া থানা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাইফুল ইসলাম জানান, মানিকগঞ্জ সাঠুরিয়া স্বর্ণপট্টি এলাকায় ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় পুলিশ সাঠুরিয়া বাজার এলাকায় ডাকাতদের ঘিরে ফেলে। এ সময় ডাকাতরা এলোপাতাড়ি গুলি ছুড়লে এসআই আসলামের বুকে ও ওহিদুজ্জামানের হাতে গুলি লাগে।

প্রথমে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও পরে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢামেকে আনা হয়। বর্তমানে গুলিবিদ্ধ ২ পুলিশ সদস্য ঢামেকে চিকিৎসাধীন।

এ ঘটনায় কোনো কিছু উদ্ধার বা কাউকে আটক করা হয়েছে কি না, তা জানাতে পারেনি (এএসআই) সাইফুল।

বাংলাদেশ সময়: ০২৪৮ ঘণ্টা, ১৬ নভেম্বর, ২০১৭
এজেডএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।