ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে শিয়ালের কামড়ে ২৫ জন হাসপাতালে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
ময়মনসিংহে শিয়ালের কামড়ে ২৫ জন হাসপাতালে

ময়মনসিংহ: ময়মনসিংহে শিয়ালের আক্রমণের শিকার হয়েছেন প্রায় অর্ধশত গ্রামবাসী। এ ঘটনায় আহত ২৫ জনকে ময়মনসিংহ নগরীর এসকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার কাতলাসেন এলাকায় এ ঘটনা ঘটে।

রাতে জেলা সিভিল সার্জন এ কে এম আব্দুর রব জানান, শিয়ালের কামড়ে আহতদের চিকিৎসা দেয়া হয়েছে।

স্থানীয়রা জানায়, একটি পাগল শিয়াল গ্রামে প্রবেশ করে বিভিন্ন বাড়িতে ঢুকে প্রায় অর্ধশত মানুষকে কামড় দেয়।

বাংলাদেশ সময়: ০৩৪৬ ঘণ্টা, ১৬ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।